Wellcome to National Portal
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জুলাই ২০২০

সচিবের জীবন বৃত্তান্ত

মোঃ নজরুল ইসলাম

সচিব

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ

 

মোঃ নজরুল ইসলাম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৪ ব্যাচের একজন কর্মকর্তা। তাঁর জন্ম তারিখ ৫ জুন ১৯৫৯ খ্রিস্টাব্দ। জন্মস্থান- শেরপুর জেলাধীন নকলা উপজেলার চন্দ্রকোণা গ্রামে। তাঁর পিতা মোঃ আনছার আলী এবং মাতা মোছাম্মাৎ রেজিয়া খাতুন। বাবা-মা’র নয় সন্তানের মধ্যে তিনি প্রথম। 


তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ১৯৮২ ব্যাচে স্মাতক (সম্মান) এবং ১৯৮৩ ব্যাচে মাস্টার্স এর ছাত্র ছিলেন। তিনি ১৯৮৪ সালে অক্টোবর মাসে অনুষ্ঠিত বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ১৯৮৬ সালে ২১ জানুয়ারি বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে সহকারী কমিশনার পদে সরকারি চাকরিতে প্রবেশ করেন।


মোঃ নজরুল ইসলাম প্রশাসনের বিভিন্ন স্তরে নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।  তাঁর উল্লেখযোগ্য কর্ম এবং কর্মস্থল হলো- উপজেলা নির্বাহী অফিসার, বোদা, নবীগঞ্জ, বাহুবল ও হবিগঞ্জ সদর; উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, ময়মনসিংহ; প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, নেত্রকোনা; জোনাল সেটেলমেন্ট অফিসার, ময়মনসিংহ; মহাপরিচালক, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ); প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন; প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন; চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং সদস্য (সচিব), পরিকল্পনা কমিশন, ঢাকা। ১৫ অক্টোবর ২০১৭ তারিখ থেকে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সচিব হিসেবে  দায়িত্ব পালন করছেন। 


তিনি নরওয়ে, মালয়েশিয়া, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ইতালি, ইন্দোনেশিয়া, ব্রাজিল, জাপান, যুক্তরাজ্য, ভারত, রাশিয়া, কানাডা ও দক্ষিণ কোরিয়ায় সরকারি কাজের অংশ হিসেবে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার/কর্মশালায় অংশগ্রহণ করেছেন। 


ব্যক্তিগত জীবনে মোঃ নজরুল ইসলাম এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তাঁর স্ত্রী ঝর্ণা পারভীন একজন গৃহিনী।