সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৫৪(১) উপধারা অনুসারে ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। বিগত ২৭ ডিসেম্বর, ২০২২ তারিখে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ কার্যকর হওয়ার মাধ্যমে ট্রাস্টি বোর্ডের অনুকূলে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রাপ্তির আবেদন গ্রহণ করা হচ্ছে। বিগত ১৯ অক্টোবর, ২০২৩ খ্রি. তারিখে প্রাক্তন প্রধানমন্ত্রী কর্তৃক ট্রাস্টি বোর্ডের অনুকূলে আবেদনকৃত ১৬২ জন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের চেক প্রদানের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম শুরু হয়। সড়ক দুর্ঘটনা সংঘটনের অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ফরম-৩২ এর মাধ্যমে চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড বরাবর আবেদন করতে হবে এবং দ্রুততম সময়ে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে উক্ত আবেদনসমূহ সংশ্লিষ্ট বিআরটিএ জেলা সার্কেলে দাখিল করতে হবে। সংশ্লিষ্ট বিআরটিএ জেলা সার্কেল চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ডের পক্ষে আবেদনসমূহ গ্রহণ করবেন। পরবর্তীতে উক্ত আবেদনসমূহ অনুসন্ধানপূর্বক প্রতিবেদন চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড বরাবর প্রেরণ করবেন। আবেদনপত্রের সাথে ক্ষতিগ্রস্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন, মৃত ব্যক্তির ক্ষেত্রে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, মৃত্যু সনদ, বৈধ ওয়ারিশ সনদ ইত্যাদিসহ ট্রাস্টি বোর্ড কর্তৃক চাহিত সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে।
ট্রাস্টি বোর্ড-এর কার্যক্রম সংক্রান্ত অফিস আদেশ:
দুর্ঘটনা ক্ষতিপূরণ সংক্রান্ত আর্থিক সহায়তা তহবিল হতে আর্থিক সহায়তা প্রাপ্তির আবেদন ফরম, চেকলিস্ট ও ফরম পূরণের নির্দেশনা |
মুহাম্মদ ফাওজুল কবির খান
মাননীয় উপদেষ্টা
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
মোঃ ইয়াসীন
চেয়ারম্যান (গ্রেড-১)
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ
বিআরটিএ ঢাকা ও চট্টগ্রাম বিভাগরে আওতাধীন সকল সার্কেল হতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত সময়ে মোটরযান হাজির করে ফিটনেস নবায়ন সনদ গ্রহণ করুন। অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ার জন্য নিম্নের লিংকে ক্লিক করুন:
ফিটনেসের জন্য অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া
বিআরটিএ সার্ভিস পোর্টাল (বিএসপি) বিআরটিএ'র একটি অনলাইন সেবা প্রদানের মাধ্যম, যার মাধ্যমে এখন শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স নবায়ন, ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সেবার জন্য অনলাইনে আবেদন ও ফি প্রদান করা যায়। বিএসপিতে যাওয়ার জন্য http://bsp.brta.gov.bd লিংকটিতে ক্লিক করুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস।
কারিগরি সহায়তায়: