বিভিন্ন সময় আমরা সময়ের অভাবে অন্য কোন ব্যক্তির মাধ্যমে বিআরটিএ’র ফি জমা দেই। এ ফি সঠিকভাবে জমা হয়েছে কি না তা নিয়ে অনিশ্চয়তা কাজ করে। এখন ঘরে বসেই ফি জমার বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব। ধাপগুলে নিচে দেওয়া হলোঃ
(১) “Please Select Your Transaction Type”-এর ঘরে E-Tracking No অথবা Transaction No. নির্বাচন করুন;
(২) “Please Enter Your Search Value”-ঘরে ফি জমার রশিদের উপরের ডান কোনায় উল্লিখিত E-Tracking No অথবা Transaction No. টাইপ করুন; উপরের ঘরে E-Tracking No নির্বাচন করলে E-Tracking No টাইপ করুন অথবা Transaction No. নির্বাচন করলে Transaction No. টাইপ করুন;
(৩) ছবিতে প্রদর্শিত অক্ষর ও সংখ্যাগুলো হুবহু “Code” লেখা ঘরে টাইপ করুন;
(৪) এরপর GO বাটনে ক্লিক করুন।
বি:দ্র: একাধিক পেমেন্ট স্ট্যাটাস যাচাই করতে চাইলে প্রতিবার “Refresh The Image”-লেখাটির উপর ক্লিক করে নিন।
বিআরটিএ ঢাকা ও চট্টগ্রাম বিভাগরে আওতাধীন সকল সার্কেল হতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত সময়ে মোটরযান হাজির করে ফিটনেস নবায়ন সনদ গ্রহণ করুন। অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ার জন্য নিম্নের লিংকে ক্লিক করুন:
বিআরটিএ সার্ভিস পোর্টাল (বিএসপি) বিআরটিএ'র একটি অনলাইন সেবা প্রদানের মাধ্যম, যার মাধ্যমে এখন শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স নবায়ন, ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সেবার জন্য অনলাইনে আবেদন ও ফি প্রদান করা যায়। বিএসপিতে যাওয়ার জন্য http://bsp.brta.gov.bd লিংকটিতে ক্লিক করুন।