Wellcome to National Portal
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ August ২০২৪

চেয়ারম্যান, বিআরটিএ এর জীবন বৃত্তান্ত

গৌতম চন্দ্র পাল
চেয়ারম্যান (অতিরিক্ত সচিব)
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ
 

গৌতম চন্দ্র পাল  বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮’শ  ব্যাচের একজন কর্মকর্তা। তাঁর জন্ম তারিখ ০১ জানুয়ারি  ১৯৭৩  খ্রিস্টাব্দ। জন্মস্থানঃ নারায়ণগঞ্জ জেলাধীন আড়াইহাজার  উপজেলার রাইনাদী গ্রামে। তাঁর পিতা মৃত গৌরাঙ্গ চন্দ্র পাল এবং মাতা নমিতা রানী পাল । বাবা-মা’র তিন  সন্তানের মধ্যে তিনি ১ম ।
 
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৯১ সালে ভর্তি হয়ে গণিতে বিএসসি (অনার্স) এবং একই বিশ্ববিদ্যালয় হতে বিশুদ্ধ গণিতে এমএসসি ডিগ্রী অর্জন করেন।
 
তিনি ১৮’শ  বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ১৯৯৯ সালে বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে সহকারী কমিশনার পদে সরকারি চাকরিতে প্রবেশ করেন।
 
গৌতম চন্দ্র পাল প্রশাসনের বিভিন্ন স্তরে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি সহকারী কমিশনার হিসাবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীতে যোগদান করেন। পরবর্বর্তীতে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসাবে কুড়িগ্রাম জেলায়, সহকারী কমিশনার (ভূমি) হিসাবে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় , আরডিসি, জিসিও ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসাবে নেত্রকোনা জেলায়, উপজেলা নির্বাহী অফিসার হিসাবে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়, নাটোর জেলার বাগাতিপাড়া ও নাটোর সদর উপজেলায় , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসাবে মাগুরা জেলায়, উপপরিচালক (স্থানীয় সরকার) হিসাবে টাঙ্গাইল জেলায় , উপসচিব হিসাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে গাইবান্ধা জেলায়,পরিচালক হিসাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন পাবলিক প্রাইভেট পার্টনারশীপ অথরিটিতে , সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে যুগ্মসচিব হিসাবে দায়িত্ব পালন করেন। ২২.০৪.২০২৪ খ্রি. তারিখে তিনি অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি প্রাপ্ত হন এবং একই বিভাগে অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ২৭.০৬.২০২৪ তারিখ হতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।  
 
পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসাবে তিনি দেশে- বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। বিদেশ প্রশিক্ষণের অংশ হিসাবে তিনি ভারতে Mid-Career Training on Field Administration, অস্ট্রেলিয়ার Monash University-তে Capacity Development For Bangladesh Public Servants For Infrastructure Management, Australian Award Fellowship-এর আওতায় শ্রীলংকাতে Training on Sports Management, ভারতের হায়দেরাবাদে Capacity Building Program on Good Governance and Effective Public Administration, ভারতের NCGG-তে Special Training Program for Deputy Commissioner, ফিলিপাইন ও সিঙ্গাপুরে Training on Local Government, সিঙ্গাপুরে Inspection program for Metro Rail, তুরস্ক ও মিশরে Exposure Learning Program on Bridge and Tunnel-এ অংশ গ্রহণ করেন।
 
ব্যক্তিগত জীবনে গৌতম চন্দ্র পাল বিবাহিত ও ১(এক) পুত্র সন্তানের জনক। তার স্ত্রী মুক্তি বসাক থানা শিক্ষা অফিসার হিসাবে ঢাকাস্থ মতিঝিল থানা শিক্ষা অফিসে কর্মরত। তাঁদের ছেলে অনিমেশ পাল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে Electrical and Electronics Engineering বিভাগে অধ্যয়নরত।