(প্রস্তুতি গ্রহণের জন্য বিআরটিএ এর ওয়েবসাইটে প্রদত্ত ড্রাইভিং পরীক্ষার নমুনা প্রশ্নোত্তর, সড়ক পরিবহন আইন-২০১৮ এবং বর্তমানে বলবৎ বিধিমালা, যেকোনো ড্রাইভিং স্কুলেরড্রাইভিং প্রশিক্ষণ ম্যানুয়াল, মোটরযান চালনা এবং মোটরযানের বিভিন্ন পার্টস ও এক্সেসরিজ এর উপরে রচিত গ্রন্থ ইত্যাদি অধ্যয়ন করা যেতে পারে)
ড্রাইভিং ইন্সট্রাক্টর লাইসেন্স এর আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় সংযুক্তি সমূহের তালিকা
[নিম্নের ক্রমনম্বর অনুযায়ী কাগজপত্র সংযুক্ত করতে হবে এবং প্রতিটি ডকুমেন্ট এর উপর সংশ্লিষ্ট ডকুমেন্ট এর ক্রমনম্বর লিখতে হবে]
বিশেষ দ্রষ্টব্যঃ আই এল এ ফরম ( ILA Form) যথাযথভাবে এবং স্পষ্টভাবে পূরণ করতে হবে। ফরমের নিচে যোগাযোগের নিমিত্ত মোবাইল ফোন নম্বর এবং ইমেইল অ্যাড্রেস (যদি থাকে) লিখতে হবে।