জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামি ২৮ ফেব্রুয়ারি ২০২১ হতে ০৪ মার্চ ২০২১ সারাদেশে বিআরটিএ-র সকল সার্কেলে “বিশেষ সেবা সপ্তাহ” পালন করা হবে।
স্থান ও সময়ঃ
বিআরটিএ-র সকল সার্কেল সকাল ৯টা থেকে বিকাল ৫টা
বিস্তারিত: বিআরটিএ ওয়েবসাইটে (www.brta.gov.bd)
বিআরটিএ সার্ভিস পোর্টাল সম্পর্কিত যে কোন সমস্যায়: www.bsp.brta.gov.bd তে বা কল সেন্টার নম্বরে (১৬১০৭ বা ০৯৬১০৯৯০৯৯৮) যোগাযোগ করা যাবে (কল সেন্টার সেবা সপ্তাহকালে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে)।
*বিআরটিএ-র যে কোন সেবা সম্পর্কিত প্রতিকার পেতে (info@brta.gov.bd) ঠিকানায় ই-মেইল করুন।
মিরপুরস্থ ঢাকা মেট্টো সার্কেল-১ (বাংলাদেশ সচিবালয়সহ), ইকুরিয়াস্থ ঢাকা মেট্টো সার্কেল-২, উত্তরা দিয়াবাড়িস্থ ঢাকা মেট্টো সার্কেল-৩ এবং ঢাকা জেলা সার্কেল হতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত সময়ে মোটরযান হাজির করে ফিটনেস নবায়ন সনদ গ্রহণ করুন। অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ার জন্য নিম্নের লিংকে ক্লিক করুণঃ
বিআরটিএ সার্ভিস পোর্টাল (বিএসপি) বিআরটিএ'র একটি অনলাইন সেবা প্রদানের মাধ্যম, যার মাধ্যমে এখন শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স নবায়ন, ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সেবার জন্য অনলাইনে আবেদন ও ফি প্রদান করা যায়। বিএসপিতে যাওয়ার জন্য http://bsp.brta.gov.bd লিংকটিতে ক্লিক করুণ।