অদ্য ২/১/২০২৫ খ্রি: সরকারী যানবাহন অধিদপ্তর কর্তৃক চেয়ারম্যান বিআরটিএ জনাব মো: ইয়াসীন মহোদয় বরাবর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার ড্রাইভিং দক্ষতা যাচাইয়ের নিমিও বিনামূল্যে ২০ টি জীপ গাড়ী হস্তান্তর করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব ড. মো: মোখলেস উর রহমান।