জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনার অধীন সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের সভা
প্রকাশন তারিখ
: 2021-03-15
গত ১৪ মার্চ, ২০২১ তারিখে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনার অধীন সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে বিআরটিএ-র সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআরটিসি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বিআরটিএ-র সকল কর্মকর্তা এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশন, ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়ন, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন অংশীজন হিসাবে উপস্থিত ছিলেন।
মিরপুরস্থ ঢাকা মেট্টো সার্কেল-১ (বাংলাদেশ সচিবালয়সহ), ইকুরিয়াস্থ ঢাকা মেট্টো সার্কেল-২, উত্তরা দিয়াবাড়িস্থ ঢাকা মেট্টো সার্কেল-৩ এবং ঢাকা জেলা সার্কেল হতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত সময়ে মোটরযান হাজির করে ফিটনেস নবায়ন সনদ গ্রহণ করুন। অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ার জন্য নিম্নের লিংকে ক্লিক করুণঃ
বিআরটিএ সার্ভিস পোর্টাল (বিএসপি) বিআরটিএ'র একটি অনলাইন সেবা প্রদানের মাধ্যম, যার মাধ্যমে এখন শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স নবায়ন, ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সেবার জন্য অনলাইনে আবেদন ও ফি প্রদান করা যায়। বিএসপিতে যাওয়ার জন্য http://bsp.brta.gov.bd লিংকটিতে ক্লিক করুণ।